ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অবস্থা উন্নতির দিকে। তাকে আইসিইউ থেকে এখন কেবিনে স্থানান্তর করা হয়েছে।
ছাত্রলীগের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপসম্পাদক শফিকুল আলম রেজা এ কথা জানান। তিনি বলেন, রাব্বানী ভাই ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তার প্লাটিলেট ক্রমেই কমে যাচ্ছিল।
সোমবার জ্বর হলে দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় গোলাম রাব্বানীকে। অবস্থার অবনতি হলে তাকে গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে সেখানে আইসিইউতে রাখা হয়। অবস্থা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চলতি বছরের ৩১ জুলাই দুই বছরের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আর সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী।
আরো পড়ুন: চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মনোনয়ন পাচ্ছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দিলীপ বড়ুয়া নয়