ধানের শীষের জোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই জোয়ার সরকার রুখতে পারবে না। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, তফসিল ঘোষণার পরও গ্রেপ্তার-হয়রানি চলছে অব্যাহতভাবে। এই গ্রেপ্তার হয়রানিকে উপেক্ষা করেই যে সাড়া দিচ্ছে জনগণ, সেই সাড়ায় এটাই প্রমাণিত হচ্ছে, ধানের শীষের যে জোয়ার উঠেছে সেটাকে কেউ রোধ করতে পারবে না।
বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা নির্বাচনের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি। আজ ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দিয়েছেন। আশা করছি, যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা পরিচ্ছন্ন নেতা।
আরো পড়ুন: সবুজ সংকেত পেলেই বিএনপি ছাড়ার হিড়িক পড়বে: ওবায়দুল কাদের
সাক্ষাৎকার শেষে কবে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এ বিষয়ে তিনি বলেন, খুব শিগগিরই জানতে পারবেন। জোটের সঙ্গে বসবো, চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে।
বিএনপি ঢালাওভাবে অভিযোগ করছে নির্বাচন কমিশনের এ বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ঢালাও অভিযোগ বিএনপি করে না। বিএনপি সুস্পষ্ট অভিযোগ করেছে। একেবারে সুনির্দিষ্ট অভিযোগ।