• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

সন্তানদের নিয়ে যা বললেন সানি লিওন

আপডেটঃ : সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

সানি লিওন। আমরা এককেজন একেকভাবে তাকে চিনি। কেউ হয়তো পর্ন তারকা হিসেবে আবার কেউ বলিউডে তার অভিনয়ের মাধ্যমে কেউবা আবার একজন সফল ব্যবসায়ী হিসেবে। কিন্তু এসব পরিচয়ের বাইরেও সানি একজন মা। তিন সন্তানের জননী তিনি। সম্প্রতি তিন সন্তানকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

প্রথমে এক কন্যা সন্তানকে দত্তক নেন সানি। পরে সরোগেসির মাধ্যমে আরো দুই যমজ ছেলে সন্তানের মা হন তিনি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিন শিশুর ছবিই শেয়ার করেছেন।

আরো পড়ুন: কাজের খোঁজে এসে জড়িয়ে পড়েন দেহব্যবসার চক্রে

সেখানে সানি বলেন, ‘দেড় বছর আগে ছোট্ট মেয়েটা আমাদের জীবন বদলে দিয়েছিল। ১১ মাস আগে দুটো ছোট্ট ছেলেও সেই একই কাজ করেছে। ওদের সঙ্গে কাটানো প্রতিটা সেকেন্ড আমি উপভোগ করি। ভগবান ওদের আশীর্বাদ করুন…।’

সন্তানদের নিয়ে যা বললেন সানি লিওন

বিয়ের প্রায় ছয় বছর পর, ২০১৭-র ২১ জুলাই প্রথম সন্তান দত্তক নিয়েছিলেন তারা। মহারাষ্ট্রের লাতুর এলাকার চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি (কারা) থেকে ২১ মাসের সন্তানকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল। মেয়ের নাম রাখেন নিশা কওর ওয়েবার। পরে সরোগেসির মাধ্যমে যমজ ছেলে সন্তান হলে সানি তাদের নাম রাখেন আশা ওয়েবার ও নোয়া ওয়েবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ