• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

কেনিয়ায় অভিজাত হোটেল জিম্মি করে রেখেছে জঙ্গিরা

আপডেটঃ : মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

কেনিয়ার একটি হোটেলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দেশটির রাজধানী নাইরোবির একটি অভিজাত হোটেলে ঢুকে পড়ে কয়েকজন বন্দুকধারী। এরপর থেকে এলোপাথাড়ির গুলির শব্দ শোনা যায়। বিবিসি।

হোটেলের ভেতর থেকে একের পর এক বিস্ফোরণের আওয়াজও এসেছে। মনে করা হচ্ছে, ভেতরে ঢুকেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে কেউ। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হোটেলের ভেতরে গোলাগুলি চলছিলো। হতাহতের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।

সোমালিয়া ভিত্তিক জঙ্গিসংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। এর আগেই এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেন, কেনিয়ার সন্ত্রাস তদন্ত বিভাগের প্রধান জর্জ কিনোতি।

আরও পড়ুনঃ অনার্সে প্রথম হওয়া শাবি শিক্ষার্থীর আত্মহত্যা

কেনিয়ায় অভিজাত হোটেল জিম্মি করে রেখেছে জঙ্গিরা

হোটেল ঘিরে কেনিয়া সরকারের নিরাপত্তারক্ষীরা পালটা অভিযান শুরু করেছে। সংবাদ সংস্থা এপির সংবাদদাতা জানান, ওই হোটেলে থাকা অনেক ব্যক্তি ভেতরে জিম্মি হয়ে আছেন। আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে দূর থেকে।

কেনিয়ায় অভিজাত হোটেল জিম্মি করে রেখেছে জঙ্গিরা

অভিজাত হোটেলটিতে বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা চারজন সশস্ত্র ব্যক্তিকে হোটেলে ঢুকতে দেখেছেন। প্রবেশের আগে পার্কিংয়ে থাকা গাড়িও জ্বালিয়ে দেয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ