বিনোদন রিপোর্টার : ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপির খোঁজ নেই বেশ কয়েকমাস হলো। তবে নানা কারণেই তিনি আলোচনায় রয়েছেন। সম্প্রতি তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ঊষা সর্দার। ১৫ নভেম্বর নিজেকে পপির ফেসবুক পেজের অ্যাডমিন দাবি করে উষা ফেসবুকে লিখেছেন :
সবাইকে সালাম, আমি ঊষা সর্দার। পপি আপু আমাকে তার বোন হিসেবে অনেক ভালোবাসে। বিশ্বাস করে। তাই আমি শুরু থেকেই তার ফেসবুক পেজ ম্যানেজ করছিলাম। কিন্তু গত ৪/৫ মাস এই প্রোফাইলের মালিকের/আপুর সাথে আমার কোনও যোগাযোগ নেই।
তাই আমি সবাইকে অনুরোধ করছি এই অ্যাকাউন্টে কোনো টেক্সট অথবা কল পাঠাবেন না। আই আইডিটা অনেকদিন যাবৎ বন্ধ রয়েছে। তাই আইডিটা নিস্ক্রিয় অথবা বন্ধ হয়ে গেলে আমি কি করবো আমি জানি না। তাই খুবই দ্রুত আমি এই আইডিটা আপুর কাছে হস্তান্তর করতে চাই।