• মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত হাসপাতালে

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ মার্চ, ২০২২

 

ষ্টাফ রিপোর্টার :সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের পারিবারিক সূত্রে জানা যায়, গেল কয়েকদিন ধরে তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, মুখ দিয়ে কোনো খাবার খেতে পারছেন না। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বর্ষীয়ান এ রাজনীতিবিদকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

তাই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবদুল মুহিতের ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন শনিবার (৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য করোনাক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেন। সুস্থ হলেও তখন থেকেই শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ