• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিনিময় ঘোষণা মস্কোর

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

সংবাদ সংযোগ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন এই প্রথম যুদ্ধবন্দি বিনিময় করেছে। এর আওতায় রাশিয়ার নয় কর্মীকে মুক্তি দেয়া হয়েছে। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মস্কালকভা এ তথ্য জানিয়েছেন।
মেলিটোপোল মেয়রের বিনিময়ে রাশিয়ার এসব কর্মী মুক্তি পাওয়ার খবর নিশ্চিত করে আরটির সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, এই প্রথম ইউক্রেনের সাথে তাদের বন্দি বিনিময় হলো। এর আওতায় আমাদের নয় নাগরিককে আমরা দেশে ফিরিয়ে এনেছি।
এর আগে, ইউক্রেন প্রেসিডেন্ট দফতরের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে মেলিটোপোলের মেয়র ইভান ফেদোরোভার বিনিময়ে নয় রুশ কর্মীকে মুক্তি দেয়ার কথা বলা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, দনবাস প্রজাতন্ত্রের প্রধানের অনুরোধে সাড়া দিয়ে তিনি সাধারণ জনগণকে রক্ষায় বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানকার জনগণ দীর্ঘ আট বছর ধরে কিয়েভ সরকারের নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে আসছে।
রাশিয়ার নেতা জোর দিয়ে বলেন, মস্কোর দিক থেকে ইউক্রেনের ভূখণ্ড দখলের কোনো পরিকল্পনা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ