• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ মার্চ, ২০২৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন‌ করছে বিএনপি সমর্থিত নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আজ (২০ মার্চ) সোমবার দুপুরে বার কাউন্সিলের সামনে পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে নীল প্যানেলের সমর্থকরা। এসময় জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচন হয়েছে একতরফা ও কমিশন‌বিহীন তাই আবারো নির্বাচন আয়োজন করতে‌ হবে। সমাবেশ থেকে সাংবাদিক ও আইনজীবীদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করা হয়।

কিছুক্ষণ পর নির্বাচনের সমর্থনে একই স্থানে জড়ো হয় সাদা প্যানেলের সমর্থকরাও। নির্বাচনে বিশৃঙ্খলার জন্য বিএনপি-জামায়াত পন্থীদেরকে দায়ী করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। প্রসঙ্গত, বিএনপি সমর্থিতদের বর্জন করা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিতরা। গত বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির সভাপতি এবং সম্পাদক হিসেবে একই প্যানেলের আব্দুন নুর দুলাল পুনর্র্নিবাচিত হয়েছেন।

গত বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। প্রথমদিনই নিরপেক্ষ প্যানেলের মাধ্যমে নির্বাচনের দাবিতে ভোট থেকে বিরত থাকে বিএনপি সমর্থিতরা। এ সময় দুইপক্ষে ব্যাপক হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। ঘোষিত ফলাফলে মো. মোমতাজ উদ্দিন ফকির পেয়েছেন ৩৭২৫ ভোট। ভোট থেকে বিরত থাকলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ২৯৩ ভোট। সম্পাদক পদে আব্দুন নুর দুলাল পেয়েছেন ৩৭৪১ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ৩০৯ ভোট।

বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক নুরে আলম উজ্জ্বল ও হারুনুর রশিদ। কার্যনির্বাহী সাত সদস্য হলেন মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ