• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

রাহুল গান্ধীর ২ বছরের জেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানিকর মামলায় ২ বছরের সাজা দিয়েছেন দেশটির আদালত।
আজ বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলের বিরুদ্ধে রায় দেন। একই সঙ্গে আপিল করার জন্য তাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালতটি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তোলেন, ‘চৌকিদার চোর হ্যায়’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতেই এই স্লোগান তোলেন তিনি।

প্রচারণার ধারাবাহিকতায় এক জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, ‘সব মোদিরা কেন চোর হয়?’ এ কথার মাধ্যমে তিনি মূলত নরেন্দ্র মোদির সঙ্গে নীরব মোদী নামে ভারতের বহুল আলোচিত এক প্রতারককে বোঝাতে ওই মন্তব্য করেন।

তবে এতে ‘মোদি’ পদবির সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মর্মে গুজরাটের সুরাটের আদালতে রাহুল গান্ধীর নামে মামলা হয়। মামলা দায়ের করেন গুজরাটের এক বিধায়ক। চার বছর ধরে সেই মামলার শুনানি চলছিল সুরাটের আদালতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ