• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন

আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে জমা দিয়েছেন আবেদন: আবুল খায়ের আবদুল্লাহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবুল খায়ের আবদুল্লাহর দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার জমা দেওয়া হয়

 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গতকাল সোমবার পর্যন্ত চারজন মনোনয়নপ্রত্যাশী দলের আবেদনপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত প্রথম দিনেই আবেদনপত্র সংগ্রহ করেন। মনোনয়ন চেয়ে আবেদনটি পূরণের পর গতকাল বিকেলে তাঁর পক্ষে বরিশাল সিটি করপোরেশনের নয়জন কাউন্সিলর, সেটি ঢাকায় দলীয় সভাপতির কার্যালয়ে জমা দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে আবুল খায়ের আবদুল্লাহ। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই এবং বরিশালের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছোট চাচা।

আবুল খায়ের আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদন ফরম জমা দিয়েছেন। দল তাঁকে মনোনয়ন দিলে দল-মত নির্বিশেষে নগরের সর্বস্তরের মানুষের বিপুল সাড়া ও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তিনি বলেন, একটি এলাকার মানুষের সেবা ও উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃত্বের যে যোগ্যতা, গুণাবলি থাকা উচিত; বরিশালে সেটা অনুপস্থিত। বরিশাল নগরের মানুষের যে উন্নয়ন, সেবা পাওয়ার কথা ছিল, তা তাঁরা পাননি। এ কারণে তিনি মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছেন।

বর্তমান মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বর্তমানে স্ত্রী, সন্তানসহ ভারতের আজমির শরিফ আছেন। তাঁর পক্ষে গতকাল সোমবার দলীয় আবেদনপত্র সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ‘মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে আমরা দলীয় আবেদন সংগ্রহ করেছি। শিগগিরই তা পূরণ করে জমা দেওয়া হবে।’

অপর দিকে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

এ প্রসঙ্গে মনোনয়নপ্রত্যাশী নগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নের আবেদন ফরম কিনেছি। দু-এক দিনের মধ্যে জমা দেব।’

এদিকে বরিশাল নগর ও জেলা আওয়ামী লীগ বর্তমান মেয়র সাদিক আবুদল্লাহকে একক প্রার্থী হিসেবে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে প্রস্তাব করবে। এ প্রসঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘মহানগর আওয়ামী লীগ এখানে সাদিক আবদুল্লাহকে একক প্রার্থী হিসেবে প্রস্তাব করবে। আমরা মনে করি দল ও স্থানীয় স্বার্থে এখানে মেয়র হিসেবে সাদিক আবদুল্লাহর বিকল্প নেই।’

দলীয় সূত্র জানায়, সিটি করপরোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন ফরম জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বুধবার।

৩ এপ্রিল নির্বাচন কমিশনঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ মে। ১৮ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৫ মে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ২৬ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ভোটকেন্দ্র ১২৩টি। মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৪০৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ