• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ ছাত্রদলের

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার (১০ এপ্রিল) রাতে সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হতে শুরু করে নয়াপল্টন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। সোমবার ইফতারের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রীসহ সংগঠনটির ঢাবি শাখার ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে এ হামলা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের। তবে সৈকতের দাবি, ছাত্রদল ঢাবি ক্যাম্পাসে লাশ ফেলার পরিকল্পনা করছে।

হামলায় ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি ছাত্রদলের। আহতরা হলেন, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমান উল্লাহ আমান, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আল কাফি ও কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ইফতারের পর হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে ও জসিমউদদীন হল ছাত্রলীগের ইমাম হাসানের নেতৃত্বে এ হামলা হয়েছে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঢাকা পোস্টকে বলেন, আমরা জেনেছি লন্ডন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ ফেলার নির্দেশ আসছে। ইদানিং লক্ষ্য করছি, ছাত্রদলের নেতাকর্মীরা মারমুখী আচরণ করছে। আজকেও ইফতারের পর কয়েকজন ছাত্রের ওপর ছাত্রদল চড়াও হয়। এরপর হলের শিক্ষার্থী ও কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী তাদের প্রতিহত করেছে। এ ধরনের লাশের রাজনীতি করতে চাইলে সেটা আমরা দেব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ