• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

ভোটে আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে: জিএম কাদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী হতে চাই। আমরা আশা করছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে।

দেশের মানুষ অনেকাংশেই নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে মন্তব্য করে জিএম কাদের বলেন, ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বনানী কার্যালয়ে পাঁচ সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের প্রার্থীরা যেন বিজয়ী হয়, সেই মনোভাব নিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

অপর এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন হবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হোক। কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য করতে দায়িত্বশীলদের কাজ করতে হবে। আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণের স্বার্থে কাজ করে এগিয়ে যেতে চাই। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের সমালোচনা করছি।

জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে দলটির চেয়ারম্যান আরও বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনে অংশ নেবো, পার্টির এমন সিদ্ধান্ত ছিলো। আমাদের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করবেন। নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আমাদের প্রত্যাশা, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়। প্রার্থীরা যেন প্রচার-প্রচারণাসহ সকল নির্বাচনী কাজে সমান সুযোগ পায়। ভোটাররা যেন স্বাচ্ছন্দে ভোট দিতে পারেন। ভোটাররা যেন অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দেশের মানুষ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা দলকে আরও শক্তিশালী করতে কাজ করছি।

জিএম কাদের বলেন, আজকে জাতীয় পার্টির বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিয় সভায় মূল্যায়ন করা হবে কাজের অগ্রগতি। সে অনুযায়ী দলকে আরও শক্তিশালী করতে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ