• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে প্রবাসী আয় এলো ২০৪৪৭ কোটি টাকা ২৫ দিনে অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা বাধ্যতামূলক করতে ড্রোনের নিবন্ধন, বাতিল হচ্ছে আগের নীতিমালা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: আমীর খসরু চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় চিত্রনায়িকা পরীকে গ্রেফতার করতে আদালতের র্নিদেশ বাংলাদেশি দক্ষ কর্মী চায় ইউরোপ, প্রশিক্ষণে টাকা দেবে ইইউ জুলাই-আগস্টে কারাগার থেকে পালানো ৭০০ বন্দিকে এখনো ধরা যায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর: দুদক

শাকিব খানের বিতর্ক নিয়ে ভাবছি না: ইধিকা পাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ মে, ২০২৩

প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় কাজ করতে চলেছেন কলকাতার দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী ইধিকা পাল। চিত্রতারকা শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় অভিষিক্ত হবেন তিনি। গত সাত দিন ধরে চলছিল জল্পনা। পদ্মাপারের নায়ক শাকিব খানের নতুন নায়িকা নাকি কলকাতার ইধিকা পাল।
যাকে এতদিন বাংলা সিরিয়ালে দেখেছেন দর্শক। শাকিবের সঙ্গে অভিনয়ের কথা কলকাতা থেকে নিজেই জানালেন অভিনেত্রী। কয়েক দিনের মধ্যে বাংলাদেশে আসবেন তিনি। ‘প্রিয়তমা’ সিনেমায় নায়িকা হচ্ছেন তিনি। প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজের সুযোগ ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন ইধিকা পাল।
‘প্রিয়তমা’ সিনেমায় যুক্ত হওয়ার প্রসঙ্গ টেনে ইধিকা বলেন, বাংলাদেশ থেকে এই সিনেমার পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছিল। গল্প শুনে ভালো লাগল তাই হ্যাঁ করে দিলাম। তবে পরিচালকের আগে শাকিব খানের সঙ্গে একবার কথা হয়েছিল। সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়াতে কাজটিতে যুক্ত হওয়া।
নিজের চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চান না জানিয়ে এই অভিনেত্রী বলেন, এটুকু বলতে পারি যে, এ সিনেমার গল্প ও চরিত্র খুবই ইন্টারেস্টিং। যার কারণে কাজটিতে যুক্ত হওয়া। আশা করি, সিনেমাটি যখন দর্শকরা দেখবেন তাদের ভালো লাগবে।
বর্তমানে শাকিবের ‘প্রিয়তমা’র জন্য প্রস্ততি নিচ্ছেন ইধিকা। চরিত্রটা নিজের মধ্যে ধারণ করছেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে তিনি বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। আগামী ১১ মে ঢাকায় সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন। এ সিনেমার জন্য এক মাস ঢাকা থাকবেন তিনি।
বর্তমানে কলকাতায় বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন ইধিকা। সেখানকার সিনেমা নিয়ে এই মুহূর্তে তথ্য না দিতে পারলেও বেশকিছু কাজ তার হাতে রয়েছে বলে জানান। নির্মাণাধীন রয়েছে তার অভিনীত একটি সিনেমা। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, যোগ করলেন অভিনেত্রী।

এখনো কলকাতার সিনেমায় অভিষেক হয়নি ইধিকার। কিন্তু সেখানকার কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। তার সুবাদেই বাংলাদেশের সিনেমায় কাজের সুযোগ হয়েছে, জানালেন ‘পদ্মাবতী’র ইধিকা।
বেশ ভালো লাগছে। যখন কাজের প্রস্তাব আসে বেশ এক্সাইটেড ছিলাম। কাজটা চূড়ান্ত হওয়াতে আরও বেশি ভালো লাগছে। প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা এবং সোজা শাকিব খানের নায়িকা হওয়ার সুযোগ এল তার ঝুলিতে। যার কারণে অনুভূতিটা ব্যক্ত করলেন ঠিক এভাবেই।
আগে কখনো বাংলাদেশে আসা হয়নি তার। তবে এ দেশ নিয়ে ধারণা রয়েছে। বাংলাদেশে আগে আসার ইচ্ছে থাকলেও কখনো হয়ে উঠেনি। তবে কাজের সূত্র ধরেই এ দেশে আসতে চলেছেন ইধিকা। এ কাজটির জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
ইধিকার পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশের দর্শনীয় বেশকিছু স্থান। শুটিংয়ের ফাঁকে সুযোগ হলে পছন্দের জায়গাগুলোতে ঘুরতে চান তিনি। তবে সে স্থানগুলোর নাম এখনই জানাতে চান না। কারণ যদি না ঘুরতে পারেন তাহলে আফসোস থেকে যাবে। তাই স্থানগুলো ঘুরেই আপডেট জানাতে ইচ্ছুক তিনি।
কলকাতার অন্যসব নায়িকাদের মতো ইধিকার পছন্দের তালিকায় খাবারের মধ্যে প্রথমে রয়েছে ইলিশ মাছ। দেশে এসে ইলিশ মাছ খাওয়া মিস করতে চান না। তিনি জানিয়েছেন ইলিশ মাছ তার খুবই প্রিয়। ঢাকায় পা রেখেই ইলিশ খাবেন। এ ছাড়াও যাওয়ার সময় ঢাকা থেকে মায়ের জন্য বিখ্যাত ঢাকাই শাড়ি নিয়ে যাবেন।

দুটি জিনিস মিস করতে চান না জানিয়ে ইধিকা বলেন, ইলিশ মাছ আমার খুব প্রিয়। এটা খাবোই। আর যাওয়ার সময় মায়ের জন্য ঢাকাই জামদানি নিয়ে যাবো। মা জামদানি শাড়ি নিয়ে যেতে বলেছেন।
ঢালিউডের বিতর্কিত নায়ক হলেন শাকিব খান। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক প্রযোজক। তা নিয়ে চলছে আইনি লড়াই। তবে কোনও বিতর্কে কান দিতে চান না নায়িকা। বলেন, তার সম্পর্কে জেনেছি, তবে এটা নিয়ে বাড়তি চাপ নেই। যেহেতু কাজের জন্য আসতে যাচ্ছি—তাই কাজেই মন দিতে চাই। এ সমস্ত নিয়ে তেমন একটা ভাবছি না।
টলিপাড়ায় খুব বেশি দিন হয়নি তার। সেখানকার ধারাবাহিকের মাধ্যমেই ক্যারিয়ার শুরু। সিনেমায় নাম লেখালেও ভালো সুযোগ, ভালো চরিত্র এলে অবশ্যই ধারাবাহিকে কাজ করবেন। আসছে ১১ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হবে ইধিকার ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং। ১০ মে ঢাকায় আসবেন তিনি।
ইধিকা পাল কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন এই সুন্দরী। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়। এ ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ