• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

দুপুরে বিএনপির সমাবেশ, তৈরি হচ্ছে মঞ্চ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ মে, ২০২৩

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে সমাবেশ করবে বিএনপি। শনিবার (১৩ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান আর সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

সকাল ৯টার দিকে দেখা গেছে, সমাবেশের সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নয়াপল্টনে কার্যালয়ের সামনের সড়কে ৪টি পিকআপ ভ্যানকে একসঙ্গে রেখে অস্থায়ী মঞ্চ তৈরি করছে দলটি। এছাড়া আগত নেতাকর্মীদের বসার জন্য সড়কে বসানো হয়েছে কার্পেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ