• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

নড়াইলে নারী উদ্যোক্তাদের মাঝে ৬৫ লাখ টাকার ঋণ বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

নড়াইলে ১৪ জন নারী উদ্যোক্তার মাঝে ৬৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরে শহরের একটি গেস্ট হাউজ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা এ ঋণ বিতরণ করেন।

প্রধান অতিথি বলেন, বর্তমানে দেশে চার লাখের বেশি নারী উদ্যোক্তা আছেন। সরকার নারীদের উন্নয়নমূলক কাজে ব্যাপক অবদান রেখে চলেছে। এসব উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়া হয়ে থাকে। পাঁচ লাখ, ১০ লাখ, ২০ লাখ টাকাসহ বিভিন্ন অঙ্কের ঋণ দিয়ে থাকে দেশের ব্যাংকগুলো। এসব ঋণ নিয়ে নারীরা স্বাবলম্বী হয়েছেন। দেশ ও দশের কল্যাণে অবদান রাখছেন নারী উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লীড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংকের আয়োজনে নড়াইল জেলার সব ব্যাংক এ ঋণ বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করে। নারী উদ্যোক্তাদের মধ্যে দুগ্ধখামার, হস্তশিল্পী, ফ্যাশান হাউজসহ বিভিন্ন ধরণের উদ্যোক্তা আছেন।
পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সোনালী ব্যাংক নড়াইল প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক হারুনর রশিদ, কৃষি ব্যাংক নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতাপ কুমার বিশ্বাস, নড়াইল চেম্বার অফ কর্মাসের সভাপতি হাসানুজ্জামান, নাসিবের সভাপতি ওয়াহিদুজ্জামান, বিসিক নড়াইলের ডেপুটি ম্যানেজার সোলায়মান হোসেন, জনতা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান, সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক রকিবুল ইসলাম, নারী উদ্যোক্তা নড়াইল সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরাসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ