• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

বগুড়ায় সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শাহাজাদী আলম লিপি’র সুধি সমাবেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মে, ২০২৩

পাভেল (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী শাহাজাদী আলম লিপি’র সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বগুড়ার নারুলী এলাকায় ও সন্ধ্যার পর গণ্ডগ্রাম বগুড়াস্থ সারিয়াকান্দি উপজেলার ভোটারবৃন্দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

সে সময় সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী শাহাজাদী আলম লিপি। মো:মামুনুর রশিদের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো:রফিকুল ইসলাম,খায়রুল ইসলাম পান্না,ডা.তোফাজ্জল হোসেন তোফা,তৌহিদুজ্জামান রানা,আমিনুর রহমান,আব্দুল রহমান, জাহিদুল ইসলাম,হাফিজুর রহমান,জিয়াউর রহমান প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানি সঞ্চালনায় ছিলেন গোলাম রব্বানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ