• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হুমকিদাতা গ্রেপ্তার কি-না জানতে চান হাইকোর্ট

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি-না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
সোমবার বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জানতে চান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভুইয়া বলেন, “রাজশাহীর বিএনপি নেতার বক্তব্যের বিষয়টি আদালতের নজরে আনি। তখন আদালত এ বিষয়ে খোঁজ নিয়ে জানাতে বলেন। এরপর আমি রাজশাহী পুলিশ সুপারের কাছ থেকে খোঁজ নিয়ে আদালতকে জানাই। পুলিশ জানায়, ‘এ বিষয়ে মামলা হয়েছে, তবে এখনো গ্রেপ্তার করা হয়নি।’ বিষয়টি আদালতকে জানালে আদালত বলেন, ‘যেহেতু মামলা হয়েছে, এখন তো আইন শৃংখলা বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে তাদের কাজ করা’।”
গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসমাবেশে আবু সাঈদ চাঁদ ওই হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ