• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনার ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহীর অবস্থা আশঙ্কাজনক।

হাসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার আসিফুজ্জামান জানান, রাতে খবর পেয়ে ঢাকা-মাওয়া রোডের আব্দুল্লাপুর ব্রিজ এলাকায় রাস্তার উপর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পাশেই তাদের একটি পালসার মোটরসাইকেল পড়েছিল। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় ঢাকা মেডিকেলে আরও একজন মারা গেছেন বলে তিনি শুনেছেন। তিনি জানান, ঘটনাস্থলে যে মারা গেছে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আব্দুল্লাহপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনকে সেখান থেকে পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে একজনকে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ