• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার ইংরেজি ও আইসিটি প্রস্তুতি

আপডেটঃ : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

এম এ হামিদ খান

সহঃ অধ্যাপক, ইংরেজি

ধনবাড়ী সরকারি কলেজ, টাঙ্গাইল

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইংরেজি ১ম পত্রের Part-1অংশে Reading Test নিয়ে আলোচনা করছি। এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব, কর্তব্য এবং সামাজিক অবস্থানের কথা বলা হয়েছে। সাহিত্য ও শিল্পকলায় ট্রাফিক পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।

PART-1:READING TEST

 

1.Read the following text and answer the question A and B.

The persona of a traffic police man has always been a curious one. It has often found important space and close treatment in literature and other arts. Besides the many poems about this fascinating character there is at least one movie where the central character is a traffic police man. In 1963,Greek film maker FilipposFylaktosmade this film named ‘My brother’ the traffic police man. It featured a slightly manic traffic police man. Antonius Pikrocholos, who is utterly devoted to service and duty, and applies the traffic code with unyielding severity. Tickets rain down upon law- breakers in particular taxi-drivers and especially Lampreys, who happens to be in love with Pikrocholos’ sister, Fofo. In his tu, the traffic police man is in love with a business man’s daughter, Kiki, who is afraid to reveal her feelings to her father. Besides, Antonishas given lots of traffic tickets to father’s company. For all these reasons, the road to marriage for both couples is long and strewn with obstacles, but the outcome is a happy one for everyone involved.

A.Choose the correct answer from the alteatives.

(a)What does the word persona in the passage refer to?

(i)icon                     (ii)symbol

(iii)image                 (iv)myth

(b) How has this character been treated in literature?

(i) With little importance                          (ii) has been maltreated

(iii) Presented with indignity                    (iv) duly valued

(c) What does the word important in the passage refer to?

(i) central        (ii) significant

(iii) vocal                 (iv) focal.

(d) What does the word treatment in the passage refer to?

(i)   discourse          (ii) focus                  (iii) converse           (iv) coverage.

(e) What does the word feature in the passage refer to?

(i)   discourse          (ii) talk                     (iii) converse           (iv) highlight.

 

Answer:

(a) image (b) duly valued

(c) significant

(d) coverage (e) highlight.

000

মো:নুরুল হক, প্রভাষক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা

জ্ঞান ও অনুধাবনমুলক প্রশ্ন দ্বিতীয় অধ্যায়-কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং

 

প্রশ্ন:৭. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য লিখ?

এই ডেটা ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্য হলো ঃ

vদক্ষতা তুলনামূলকভাবে বেশী।

vট্রান্সমিশন গতি অনেক বেশি।

vএকটি ব্লক ট্রান্সমিট হবার পর আরেকটি ব্লক ট্রান্সমিট করার মাঝখানে বিরতির প্রয়োজন হয় না।

vপ্রতিটি বর্ণের শুরুতে Start bit এবং শেষে End bit এর প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে ব্যয়বহুল।

প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়।

প্রশ্ন: ৮. ডেটা ট্রান্সমিশন মোড কী ?

ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় উত্স থেকে গন্তব্যে ডেটা পাঠানো হয়। উত্স থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে।

প্রশ্ন:৯. মডেম কী ?

Modulation শব্দের ‘Mo’ এবং Demodulation শব্দের ‘ Dem’ নিয়ে ‘Modem’ শব্দটি গঠিত হয়েছে। মডেম হচ্ছে একটি বৈদ্যুতিক ডিভাইস যা নেটওয়ার্কিং তথ্যাবলী আদান-প্রদানের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

প্রশ্ন: ১০. Modulation ও Demodulation কী ?

ডিজিটাল সংকেতকে এ্যানালগ সংকেতে রূপান্তর করাকে Modulation এবং এ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করাকে Demodulation বলে

প্রশ্ন:১১. কো- এক্সিয়াল ক্যাবলের সুবিধা লিখ।

কো- এক্সিয়াল ক্যাবলের সুবিধা-

v ডেটা চলাচলের গতি বেশি।

v ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়।

v টুইস্টেড পেয়ার ক্যাবলের চাইতে বেশি দূরত্বে ডেটা পাঠানো যায়।

v অ্যানালগ ও ডিজিটাল উভয় সিস্টেমে ব্যবহার করা যায়।

প্রশ্ন: ১২. কো- এক্সিয়াল ক্যাবলের অসুবিধা লিখ।

কো -এক্সিয়াল ক্যাবলের অসুবিধা-

vতারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশন নির্ভর করে।।

v নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ দেওয়া কঠিন।

প্রশ্ন:১৩. কো- এক্সিয়াল ক্যাবল কত প্রকার?

কো- এক্সিয়াল ক্যাবল ২ প্রকার-

vথিননেট

vথিকনেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ