• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

এবার জনসচেতনতায়

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

আবারও অভিনয়ে ফিরে কিছুটা ব্যস্ত হয়ে উঠেছেন নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। কোরবানির ঈদের পর বেশকিছু দিন নিজের মতো করে সময় কাটিয়ে কাজে ফিরলেন সম্প্রতি। লিখেছেন মাদিহা মাহনূর

 

অভিনয়শিল্পীদের শুধু অভিনয় করার মধ্যেই নিজেদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সমাজের মানুষের জন্যও তাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। যে কারণে জনসচেতনতার জন্যও মাঝে মাঝে কিছু কাজ করতে হয়। ‘মনপুরা’খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি তার অভিনয়জীবনের শুরু থেকেই জনসচেতনতামূলক কাজ করে আসছেন। ঠিক তেমনি একটি কাজ শুরু করেছেন তিনি সম্প্রতি। অভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদের নির্দেশনায় যক্ষ্মা বিষয়ক একটি জনসচেতনতামূলক ডক্যুড্রামায় তিনি অভিনয় করেছেন। এরমধ্যে বেশি কিছু অংশের শুটিং সম্পন্ন করেছেন মিলি। গত ৯ অক্টোবর এই ডক্যুড্রামার শুটিংয়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শুটিং বাতিল হয় বলে জানান মিলি। আবার কবে হবে তা আপাতত জানেন না তিনি। কাজটিতে অভিনয় করা প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘এই ধরনের কাজ করতে আমি সবসময়ই বেশ আগ্রহবোধ করি। কারণ আমি মনে করি সমাজের প্রতি, মানুষের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমার এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা। এই ধরনের কাজের প্রস্তাব এলে আমি আপ্রাণ চেষ্টা করি আমার সব ব্যস্ততার ফাঁকে তা করে দিতে।’ ফারহানা মিলির এই ডক্যুড্রামাটি দেশের বেশ কয়েকটি চ্যানেলসহ বিভিন্ন জেলা শহরে প্রদর্শিত হবে। এদিকে গেল ঈদে ফরহানা মিলি অভিনীত বেশকিছু নাটক-টেলিফিল্ম ছিল দর্শকপ্রিয়তায়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সালাহ উদ্দিন লাভলুর সাত পর্বের ধারাবাহিক ‘মনসুর মালা’, আবুল হায়াতের ‘প্রাণবন্ত পৃথক পুরুষ’, অঞ্জন আইচের ‘বুনো চালতা’, শামস করিমের ‘সদা ভয় সদা লাজ’, ইয়ামিন জুয়েলের ‘হেড অব দ্য ডিপার্টমেন্ট’, কৌশিক শংকর দাসের ‘মেঘ বৃষ্টি রোদ’ ও সাদেক সিদ্দিকীর ‘মাটির ফুল’। এদিকে গত ৪ অক্টোবর থেকে ফারহানা মিলি মোস্তফা কামাল রাজের এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েট’-এর শুটিংয়ে অংশ নিয়ে কাজে ফিরেছেন। গেল ঈদে চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী ও ফারহানা মিলি একটি খণ্ড নাটকে অভিনয় করেছিলেন। তবে এই তিন তারকা একটি প্রচার চলতি ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন একসঙ্গে। নাটকটিতে চঞ্চল চৌধুরী ‘পলাশ’ চরিত্রে, শাহানাজ খুশী ‘খুশী’ চরিত্রে এবং ফারহানা মিলি ‘আশা’ চরিত্রে অভিনয় করছেন। দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে নাটকটি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘এ নাটকে আমি আশা চরিত্রে অভিনয় করছি। সবমিলিয়ে আমরা একটি ভালো কাজ দর্শককে দেওয়ার চেষ্টা করছি। দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক।’ উল্লেখ্য, ধারাবাহিকটি রচনা করছেন পরিচালক নিজেই। চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী ও ফারহানা মিলি গেল ঈদে দীপু হাজরার নির্দেশনায় ‘হ্যাপি ফ্যামিলি’ নাটকে অভিনয় করেছিলেন একসঙ্গে। নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পায়। ‘পোস্ট গ্র্যাজুয়েট’ ধারাবাহিকটি ১০৫ পর্ব পর্যন্ত প্রচারিত হবে বলে জানালেন মুস্তাফা কামাল রাজ। চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রটি এখনো দর্শকের কাছে প্রিয় একটি চলচ্চিত্র। দর্শক এখনো এই জুটিকে বড়পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেন। ঈদের পর এত দেরিতে কাজে ফেরার প্রসঙ্গে মিলি বলেন, ‘বছরজুড়েই তো আসলে কাজ করা হয়ে থাকে। পরিবারকেও তো একটু নিয়ম করে সময় দেওয়া উচিত। যে কারণে আসলে ঈদের পর একটু লম্বা বিরতি নিয়েই কাজে ফেরা। আমি মনে করি শুধু পেশাগত কাজে নিজেকে বেশি ব্যস্ত না রেখে পরিবারের জন্যও সময় রাখা উচিত। আমি যা কিছুই করি না কেন, আমার পরিবারের জন্য পরিবারের মানুষগুলোর শান্তির জন্য সর্বোপরি আমার শান্তির জন্যই তো করি। সেই শান্তিটাও উপভোগ করার জন্য একটু আলাদা সময়ের প্রয়োজন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ