• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে মামলা আটক এক

আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জে পৌর এলাকার একডালা মহল্লায় তাসলিমা খাতুন (২০) নামে এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ফিরোজ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে একডালা পূণর্বাসন এলাকার আব্দুল বারেকের ছেলে। সোমনার দুপুরে ধর্ষিতা গৃহবধুু বাদী হয়ে ৫ জনকে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষিতা গৃহবধু পৌর এলাকার রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার  আবু বকর সিদ্দিকীর স্ত্রী ও সদর উপজেলার শৈলাবাড়ি গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বুধবার (১১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে ওই তাসলিমা খাতুনকে ফোন করে ডেকে এরশাদ ক্লোজার এলাকায় নিয়ে যায় ফিরোজ। পরে সেখানে ফিরোজসহ ৫ জন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণের পর পালিয়ে যায়। মান-সম্মান হানির ভয়ে তিনি বিষয়টি কাউকে না জানিয়ে টাঙ্গাইলের সখিপুর বোনের বাড়ী চলে যায়। এক পর্যায়ে রোববার ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার দেয়া তথ্যমতে ধর্ষনের ঘটনার সাথে জড়িত অভিযোগে ফিরোজকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ