গাজা যুদ্ধের ব্যর্থতায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিপদে পড়েছেন বলে জানিয়েছেন গ্লোবাল কাউন্সেলের মেনা অঞ্চলের পরিচালক আহমেদ হেলাল।
তিনি বলেন, গত ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল, তার জন্য মোটেই প্রস্তুত ছিল না ইসরাইল। তাদের এই প্রস্তুতির অভাবই নেতানিয়াহুকে বিপদে ফেলেছে। এটি তার রাজনৈতিক জীবনের জন্যও কাল হয়ে দাঁড়াতে পারে। তবে এই ব্যর্থতা তাকে ভবিষ্যতে আরো সংবেদশীল করে তুলতে পারে।
বুধবার (২৭ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ইসরাইল-হামাস চলমান যুদ্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
আহমেদ হেলাল বলেন, নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রেখেছিলেন। সেজন্য তাকে ‘মিস্টার সিকিউরিটি’ উপাধিও দিয়েছিল ইসরাইলিরা। কিন্তু চলমান গাজা যুদ্ধের কারণে তার ওই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ইসরাইলিরা গাজা যুদ্ধের জন্য এখন তাকেই দায়ী করছেন।
তিনি আরো বলেন, ইসরাইলিরা এখন ভীষণ ক্ষুব্ধ। তারা দুঃখিত যে তাদের নিরাপত্তাবিধানকারী ব্যক্তিটিও এখন তাদের হতাশ করছে। তারা এখনো ইয়াহিয়া সিনওয়ারের মতো হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে পারছে না।
এই বিশ্লেষক বলেন, চলমান যুদ্ধে ইসরাইল এখনো স্পষ্ট জয় লাভ করতে পারেনি।