আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ইসরাইলের গোলান মালভূমিতে আত্মঘাতী ড্রোন হামলা হয়েছে। ইরানপন্থী মিলিশিয়ারা এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। বুধবার এই হামলা হয়।
ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, হামলায় কেউ হতাহত না হলেও একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা জানিয়েছে, তারা গাজার সমর্থনে গোলান মালভূমির ইলিয়াদ শহরের কাছে একটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে।
হামাস-ইসরাইল বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম গোলান মালভূমিতে ড্রোন বিস্ফোরিত হলো।
ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা বুধবার সকালে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালানোর দাবিও করেছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের নিয়ন্ত্রণে থাকা একটি স্থানকে তারা টার্গেট করেছিল।
বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর ইরাকি মিলিশিয়ারা আরো কয়েকবার আইলাতে হামলা চালানোর দাবি করেছে।