গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনী কঠিন প্রতিরোধের মুখে পড়ছে। তারা মঙ্গল ও বুধবার ইসরাইলের ২২ সৈন্য নিহত হয়েছে বলে জাতিসঙ্ঘ জানিয়েছে। আর ইসরাইল সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় স্থল হামলা শুরুর পর থেকে তাদের ১৬৭ সৈন্য নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে। তবে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে, তাদের হাতে এক হাজারের বেশি ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।
আইডিএফ জানিয়েছে, গাজায় বুধবার তাদের একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছে। বুধবার তাদের আরো সৈন্য নিহত হয়েছে বলে তারা জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) আসাফ পিনহাস তুবুল (২২), ৪০১তম আর্মড ব্রিগেডের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন (রিজার্ভ) নেইরিয়া জিস্ক (২৪) এবং ৪৬০তম আর্মড ব্রিগেডের ডেপুটি কমান্ডার মেজর ডিভর ডেভিড ফিমা (৩২)।