কারও একার পক্ষে ডেঙ্গু মোকাবেলা সম্ভব না। এবার গ্রাম পর্যায়ে ডেঙ্গু পৌঁছালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা’ সভায় তিনি এ মন্তব্য করেন।
স্যালাইনের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না বলে এ সময় স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করেন। সব হাসপাতালে স্যালাইনের পর্যাপ্ত ব্যবস্থা রাখার তাগিদ দেন তিনি।
সামন্ত লাল সেন বলেন, পরিস্থিতি বেশি খারাপ হলে হাসপাতালগুলোয় ডেঙ্গু আক্রান্তদের প্রাধান্য দিতে হবে। ফগিংয়ে ছেটানো ওষুধের কারণে মশা মরে না, বৈজ্ঞানিকদের এমন তথ্য আমলে নেয়া হয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে এবার সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ শুরু হবে।