• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্ট আমলা-মিডিয়া আওয়ামী পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করছে : হাসনাত ‘বোমা’ বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো শিশুর কব্জি ১৯ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের পশ্চিমাদের উদ্বেগ বারিয়ে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চাষিদের মন্ত্রীত্ব হারানো টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো চাঁদাবাজি: অর্থ উপদেষ্টা ৫৮তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্ব রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট নারীরা: উমামা ফাতেমা ঢাবিতে প্রথমবারের মতো হলো হিজাব র‍্যালি

ভারতীয় অধিনায়কের স্ত্রীর সংহতি প্রকাশ ফিলিস্তিনিদের প্রতি 

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
স্ত্রী রিতিকার সঙ্গে রোহিত শর্মা

গত রোববার রাফার তাল আস-সুলতানের একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন, যার অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনা বিশ্বব্যাপী নিন্দার জন্ম দিয়েছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় সোমবার আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। ইসরাইলি বর্বর এ হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা বিরতিহীন ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৫০ জনে পৌঁছেছে।

ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ।

মঙ্গলবার, রিতিকা ইনস্টাগ্রামে লিখেন, ‘অল আইজ অন রাফাহ’। গাজার রাফাহ অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন ভারতীয় অধিনায়কের স্ত্রী।

চলমান ইসরাইলি বিমান হামলার কারণে মারাত্মক সমস্যার সম্মুখীন ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা। তাদের সমর্থন করেছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা। তিনি এক পোস্টের মাধ্যমে ১.৪ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের দুর্দশার দিকে মনোযোগ আকর্ষণ করছেন।

রিতিকার প্রশংসনীয় অবস্থান সত্ত্বেও তিনি ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কিছু অংশের প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন। এ সমালোচনা ভারত এবং এর বাইরে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মেরুকৃত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেয়।

জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) শরণার্থী শিবিরকে লক্ষ্য করে সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার ফলে রাফাহ পরিস্থিতি ক্রমবর্ধমান ভয়াবহ হয়ে উঠেছে, যার ফলে কমপক্ষে ৪৫ জন লোক মারা গেছে।

ইসরাইলি এই হামলার কারণে প্রায় ১ মিলিয়ন বাসিন্দা রাফা থেকে জীবন বাঁচাতে পালিয়ে গেছেন। ইসরাইলি হামলার কারণে অনেকে বাস্তুচ্যুত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ