• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্ট আমলা-মিডিয়া আওয়ামী পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করছে : হাসনাত ‘বোমা’ বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো শিশুর কব্জি ১৯ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের পশ্চিমাদের উদ্বেগ বারিয়ে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চাষিদের মন্ত্রীত্ব হারানো টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো চাঁদাবাজি: অর্থ উপদেষ্টা ৫৮তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্ব রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট নারীরা: উমামা ফাতেমা ঢাবিতে প্রথমবারের মতো হলো হিজাব র‍্যালি

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৫

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ভারতের জম্মু-কাশ্মীরে একটি যাত্রবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) জম্মুর আখনুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দুর্ঘটনাকবলিত বাসে মোট ৫০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই উত্তর প্রদেশ, রাজস্থান ও হরিয়ানার তীর্থযাত্রী। রাইসি জেলার বিখ্যাত শিব খোরি মন্দিরের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি জম্মু-পুঞ্চ মহাসড়ক থেকে ছিটকে গিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাহাড়ি মোড়ে বাসের চালক ব্রেকফেল করায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। যাত্রীদের আর্ত চিৎকারে আশপাশের মানুষজন উদ্ধারে হাত লাগায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। এরপর তাদের সঙ্গে স্থানীয় প্রশাসন যোগ দেয়। বাসের জানলার কাঁচ ভেঙে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করা হয়। আহতদের অনেককেই পিঠে করে রাস্তায় তোলা হয়। তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ ছাড়া হতাহতদের উদ্ধারে দ্রুত মেডিকেল টিম পাঠানোর পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তা করার কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বেশিরভাগ যাত্রীকে চৌকি চৌরা এবং আখনুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া কয়েকজনকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাণঘাতী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডেপুটি গভর্নর মনোজ সিনহা । এক এক্সবার্তায় তিনি লিখেন, জম্মুর আখনুরে বাস দুর্ঘটনা হৃদয় বিদারক। আমি নিহতদের প্রতি সমবেদনা জানাই। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ