• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় রাজধানীতে নিহত দুই

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুন, ২০২৪

রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুই ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

শনিবার (০৮ জুন) ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মেরিডিয়ান সুইচ গেইট সংলগ্ন ডাউন রেল লাইনে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হতে পারে।

এদিকে আজ (শনিবার) ভোরের দিকে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

নিহত দুইজনেরই নাম ঠিকানা এখনও জানা যায়নি। তাদের ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ