• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

গ্রামীণ পল্লী মেলায় অশ্লীল নৃত্য ও র‌্যাফেল ড্র’র নামে চলছে জুয়া॥প্রশাসন নিরব

আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

সরিষাবাড়ী (জামালপুর)॥

জামালপুরের সরিষাবাড়ীতে মাস ব্যাপী গ্রামীণ পল্লী মেলার নামে শুরু হয়েছে অশ্লীল নৃত্য ও জুয়ার মহোৎসব। র‌্যাফেল ড্র’র নামে প্রতিদিনই লক্ষ লক্ষ টাকার জুয়ার বাণিজ্য হচ্ছে। ফলে ধংশ হচ্ছে যুব ও ছাত্র সমাজ। প্রশাসনের নাকের ডগায় এ মেলা শুরু হলেও অদৃশ্য কারণে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে।

জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীতে মাসব্যাপী গ্রামীণ পল্লী মেলা পহেলা নভেম্বর থেকে শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান  সহ রাজনৈৗতিক, প্রশাসনিক কর্মকর্তা ও আয়োজক কমিটির নেতৃবর্গ উদ্বোধন করেন। পৌরসভার ঐতিহ্যবাহী গণময়দান মাঠে স্পোটর্স এসোসিয়েশনের উদ্যোগে এ মেলা শুরু হয়েছে। মেলায় প্রতিদিনই চলছে র‌্যাফেল ড্রর নামে জমজমাট জুয়ার মহোৎসব যা প্রতিদিন আয় হচ্ছে ১৫/২০ লক্ষ টাকা। সবুজ বাংলা সার্কাস নামে চলছে অশ্লীল নৃত্য। ভুতের বাড়ী নামে দেখানো হচ্ছে অসামাজিক ছবি। সারা দিন প্রায় ১শত অটোবাইক উপজেলার বিভিন্ন জায়গায় প্রচার করে বিক্রি করেন লটারির টিকেট। আবার বিকাল ৪টা থেকেই মাঠে মাইকের শব্দে আশেপাশে বাসা বাড়ীতে ছেলে-মেয়েরা পরীক্ষার জন্য ভালভাবে প্রস্ততি নিতে পারছে না।       কিন্তু ওই মাঠে বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ২শ ৪৪ জন কমলমতি শির্ক্ষ্থাীরা লেখাপড়া করে। মেলার কারণে ওই বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে কমল মতি শিক্ষার্থীরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চেয়ে পড়াশুনায় অনেক পিছিয়ে পড়ছে। এছাড়াও পল্লী মেলার জন্য জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের লেখাপড়াও ভীষণভাবে ব্যাহত হচ্ছে।

অনেক অভিভাবক অভিযোগ করে জানান, ছেলে-মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে সন্ধ্যার পর মেলায় বেড়াতে যায়। আর কোন দিন না গেলেও সন্ধার পর টিভির সামনে বসে পড়েন লটারির ফলাফল দেখার জন্য।

তারা আরও জানান, চলতি মাসের ১৮নভেম্বর থেকে স্কুলে বার্ষিক পরীক্ষা ও পহেলা জানুয়ারি থেকে এস. এস.সি পরীক্ষা রয়েছে। সারা দিন মাইকের শব্দে আশেপাশের বাসাবাড়ীতে পরীক্ষার্থীরা ভালভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না। এতে তারা আশংকা করছে এভাবে চলতে থাকলে পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবে না।         বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা বেগম জানান, গ্রামীণ পল্লী মেলার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ভীষণভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা লেখাপড়ায় মন না দিয়ে মেলার মাঠে চলে যায়। ছোট ছোট ছেলে-মেয়েদের শ্রেণীকক্ষে আটকে রাখতে ভীষণ সমস্যা হয়।

বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী মন্টুলাল তেওয়ারী জানান, গ্রামীণ পল্লী মেলার কারণে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা ও লেখাপড়ার ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী জানান, বিষয়টি আমি শুনেছি এবং খুব শিগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক আহাম্মেদ কবির জানান, আমি উক্ত মেলার বিষয়ে বিভিন্ন অভিযোগ পেয়েছি এবং উক্ত অভিযোগ গুলোর প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়ার জন্য সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কে বলেছি। এ ব্যাপারে        জামালপুর জেলা পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ