• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় দুই নারী নিহত

আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি ॥
বাগেরহাটে পৃথক সড়ক দূঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে খুলনা – বাগেরহাট মহাসড়কের ধরের ব্রীজ নামক স্থানে ট্রাক চাপায় অজ্ঞাত নামা (৫৫) ওই দিন বিকালে শহরের আমলাপাড়া সড়কে  প্রাইভেটএ্যাম্বুলেন্সের চাপায় মর্জিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। নিহত মর্জিনা বেগম বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কেশবপুর গ্রামের মাল্লার পোল এলাকার নুর ইসলামের স্ত্রী। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, বিকেলে একটি এ্যাম্বুলেন্স বেপরোয়া গতিতে এসে মর্জিনা বেগম নামের ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। আহাত মর্জিনা বেগম কে স্থানীয় লোকজন উদ্ধার করে  বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে  জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকার শামস তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে কাটাখালী হাইওয়ে থানার এসআই জামাল উদ্দিন জানান, দূর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয়ের ওই  নারী কাটাখালী ও এর আশপাশ এলাকায় ঘোরাফেরা করত। ধারনা করা হচ্ছে কাটাখালী থেকে বাগেরহাট গামী একটি চলন্ত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ