• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলাধীন তারাকান্দিস্থ সার কারখানা (জেএফসিএল) গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল কারখানার এলাকাবাসী, জেএফসিএল শ্রমিক কর্মচারী বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।
কারখানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যমুনা সার কারখানায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ গ্যাস সরবরাহ কম দেখা দেয়। ফলে ২০১৪ইং সালের সারকারখানা কর্তৃপক্ষ গ্যাসের প্রেসার ঠিক রাখতে ২৭ কোটি টাকা ব্যয়ে এনজি বুষ্টার কমপ্রেসার সংযোজন করে। এতে করে কারখানার সার উৎপাদনে গ্যাসের চাপ ২০০ থেকে ২৩০ পিএসআই এ নেমে আসলেও তা ৩৭০ পি এস আই নিয়ন্ত্রন করে। ডিজাইন অনুযায়ী গ্যাস লাইনে ৩৭০ পি এস আই থাকার কথা। বর্তমানে গ্যাসের চাপ ২০০ থেকে ২৩০ পিএসআই থেকে নেমে ১৩০ থেকে ১৪৫ পিএসআই থাকলে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাপরও হঠাৎ কারখানায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিক্ষোভটি জেএফসিএল’র প্রধান ফটকসহ প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ এর অফিসের সামনে বক্তব্য রাখেন, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জামালপুর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোতালেব হোসেন, জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক প্রমুখ। এ ছাড়াও বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। এ সরকারকে সমালোচনায় ফেলতে বিশেষ মহল কোন ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার জন্য সংশি¬ষ্ট প্রশাসেন নিকট আহব্বান সহ কারখানার উৎপাদন ঠিক রাখার দাবী জানান তারা।
দৈনিক ১ হাজার ৭শ মে:টন সার উৎপাদনে সম্পর্ন যমুনা সার কারখানা দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হলে ময়মনসিংহসহ উত্তরঞ্চলে ১৯ জেলায় সংকট পড়ে সরকারের ভার্বমূর্তি ক্ষুন্ন হবে বলে বিশেষ মহল ধারনা করছে।
এ ব্যাপারে যমুনা সারকারখানার ব্যাবস্থাপনা পরিচালক খান জাভেদ আনোয়ার বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ এর গ্যাসের মোট উৎপাদন হ্রাস ও শীতকালীন তাপমাত্রা হ্রাস, গ্যাসের ব্যাবহার তীব্র স্বল্পচাপ হওয়ায় এবং নন বাল্ক খাতে গ্যাস সংকট নিরসনে পেট্রাবাংলা এ পত্র দিয়েছেন। তবে যমুনা সারকারখানার গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখতে শিল্প মন্ত্রনালয় কোন পত্র পাওয়া যায়নি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ