• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

মেম্বারকে লাঞ্ছিত করায় ইউনিয়ন পরিষদে তালা দিয়ে কর্ম বিরতি

আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিহের ভালুকা উপজেলার ৯ নং কাচিনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার হাসমত আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে (১১ নভেম্বর) শনিবার হতে কাচিনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালাদিয়ে অনির্দিষ্ট কালের কর্ম বিরতি চলছে। (১২ নভেম্বর) রোববার সরজমিন গিয়ে দেখাযায় বাটাজোর বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সকল কক্ষে তালাদেয়া অবস্থায় লেখা রয়েছে কর্ম বিরতি। এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটনের কাছে পরিষদে তালা ও কর্মবিরতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান গত ১০ নভেম্বর শুক্রবার রাতে মনিচালা গ্রামে জামাল ও মিলনের মধ্যে গোলযোগের খবর পেয়ে ২নং ওয়ার্ড মেম্বার হাসমত আলী ও চৌকিদার আলীমকে তিনি সেখানে বিষয়টি সুরাহার জন্য পাঠান। ওই সময় সাবেক মেম্বার জাহাঙ্গীর তার লোকজন নিয়ে হাসমত আলী মেম্বারের উপর অতর্কিত হামলা চালিয়ে শারিরিক লাঞ্ছিত করে। পরে এলাকাবাসীর সহায়তায় সে উদ্ধার পায়। এ ঘটনার পর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে কাচিনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান  ও সকল মেম্বারদের অংশ গ্রহনে বিচার না হওয়া পর্যন্ত ইউপি কার্যালয় বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে ২ নং ওয়ার্ড মেম্বার হাসমত আলী জানান চেয়ারম্যানের নির্দেশে তিনি চৌকিদার আলীমকে সাথে নিয়ে মনিচালা গ্রামে জামালের বাড়ীতে গিয়ে মিলনকে ঘরে বসা অবস্থায় পান। মিলন ও জামালের মধ্যে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। এক পর্যায়ে সাবেক মেম্বার জাহাঙ্গীর তার লোকজন নিয়ে তার উপর হামলা চালায়, তার মোটর সাইকেল ভাংচুর করে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। এ ব্যাপারে মোবাইল ফোনে সাবেক মেম্বার জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন হাসমত মেম্বারকে মারপিটের কোন ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ