• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

রংপুর অফিস॥
বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের অন্তরভুক্ত, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রংপুর শাখার ৭ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেন সকল শ্রমিক ও কর্মচারীরা।
গতকাল রবিবার রংপুরের কাচারীবাজারে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রংপরু জেলা নির্বাহী সংসদের আয়োজনে মানববন্ধনে  করে । এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রংপুর শাখার সভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক আব্দুল মজিদ বুলু, যুগ্ন সাধারন সম্পাদক আনিস, অন্যান্য নেতৃবৃন্দ। তাদের ৭ দফা দাবি গুলো হচ্ছে ঃ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাচাইকৃত ২৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪৩৯২ জন ওয়ার্কসার্জড কর্মচারীদিগকে শর্ত শিথিল পূর্বক পূর্বের ন্যায় কনভার্টেড রেগুলার এর আওতায় এনে নিয়মিত করণের প্রজ্ঞাপন/এসআরও জারী করতে হবে।  বিভিন্ন শ্রেণী/সড়ক বিভাগে কর্মরত কর্মচারীগণ কর্তৃক মহামান্য হাইকোর্টে/সুপ্রীম কোর্টে দায়েরকৃত মামলার রায়/ নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।ওয়ার্কচার্জড কর্মচারীদেরকে নিয়মিতকরণের পর মাস্টাররোল কর্মচারীদেরকেও নিয়মিত সংস্থাপনে আনয়ন করতে হবে। পূর্বের ন্যায় মাস্টাররোল কর্মচারীদেরকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী শ্রেণীভিত্তিক সারাদেশে একই হারে দৈনিক মজুরী নির্ধারণ করতে ।  কনভার্টেড নিয়মিত কর্মচারীসহ সকল নিয়মিত কর্মচারীকে যথাসময়ে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।  অধিদপ্তরের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (সেটআপ) কর্মকর্তাদের ন্যায় ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদেরকে সাংগঠনিক কাঠামো (সেটআপ) চুরান্তভাবে অনুমোদন করতে হবে। সাংগঠনিক কাঠামো অনুমোদন ব্যতিরেকে কোন ভাবেই ৩য় ও ৪র্থ শ্রেণীর কোন পদে নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাবে না। অধিদপ্তরের কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কার্যক্রম গ্রহণ থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতি দাবী জানানো হয়। ওয়ার্কাচার্জড কর্মচারীদের চাকুরীর বর্তমান বয়সসীমা ৬০ বৎসরের স্থলে ৬২ বৎসর করতে হবে।  ওয়ার্কাচার্জড কর্মচারীদের মধ্যে বিনা পেনশনে যাদের বয়স ৬০ বৎসর পূর্ন হয়েছে/মৃত্যুবরণ করেছে তাদেরকে বিভাগীয়ভাবে যথোপযুক্ত ভাবে অনুদানের ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ