• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

রাজধানীতে কাপড়ে মোড়ানো কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১০ জুলাই, ২০২৪

রাজধানীর শাহবাগে এক বেসরকারি ব্যাংকের এটিএম বুথের সামনে থাকা ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১ দিন।

বুধবার (১০ জুলাই) পরে বেলা তিনটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

তিনি বলেন, দুপুরের দিকে আমরা খবর পেয়ে পলাশীর একটি বেসরকারি ব্যাংকের সামনের ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসি। ওই কন্যা নবজাতকের বয়স আনুমানিক ১ দিন।

তিনি আরও বলেন, কে বা কারা ওই নবজাতককে ডাস্টবিনে ফেলে গেছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ