• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

ভালুকায় পৌর কর্মকর্তা কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালন

আপডেটঃ : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিহের ভালুকায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ যাবতীয় সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে সোমবার (১৩নভেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ভালুকা পৌর সভার সকল কর্মকর্তা-কর্মচারী। ওই সময় তারা কাজ না করে অফিস চত্বরে বসে থেকে সময় কাটান। কর্মবিরতি চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষে ভালুকা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি রিগান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, পৌর সচিব আবদুর রশিদ, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মুন্নুর আহাম্মেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. বিল¬াল হোসেন, মোক্তাদির রুবেল, সাইফুল ইসলাম, শামীমা নাছরিন, মোঃ শাহাব উদ্দিন ও মনিরুজ্জামান মনির প্রমূখ। ওই সময় বক্তারা তাদের ন্যায্য দাবি আদায় না হলে আগামী দিনে লাগাতার কর্মবিরতি পালনের হুশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ