• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

গাঁজাসহ ইউপি চেয়ারম্যান আটক

আপডেটঃ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে পরিষদের নিজ কক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় আটক করা হয় আরো এক গ্রাম পুলিশকে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের অভিযান চালায়। এ সময় চেয়ারম্যান আবুল খায়েরের টেবিলের ড্রয়ারে থাকা ৪৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় আটক করা হয় জামাদার পাড়ার গ্রাম পুলিশ হাবিবুর রহামানকে।গাঁজাগুলো কেন সেখানে রাখা হয়েছিল এ নিয়ে চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে রাতে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ