• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস ও শাহ ফরিদ বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে‌ কমপক্ষে ২৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে বরিশালগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে ফরিদপুরগামী শাহ ফরিদ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আর এই ঘটনায় আহত হয় ২৫ জন। তাদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, আজ বিকেলে উপজেলার পূর্ব সদরদী এলাকায় বিআরটিসি বাস ও শাহ ফরিদ বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ তিন যাত্রী নিহত হন। আর এ ঘটনায় আহত হয় কমপক্ষে ২৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। মহাসড়কে যানজট তৈরি হলে পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ