• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

বাগেরহাটে গ্রাম আদালত সেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি ॥
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে” এ শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে কচুয়ায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেনতা বৃদ্ধির লক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায়, ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে কচুয়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে কচুয়া সদর ইউনিয়নের সামেনে থেকে এই র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সদর ইউনিয়ন চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, নাজমা সরোয়ার, কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল কবির, ইউপি সদস্য জেসমিন আক্তার পপি, মুক্তা খানম, সেলিনা বেগম, শিকদার মাহবুবুর রহমান, সাংবাদিক আবু সাঈদ, নিয়াজ ইকবাল, শাহিন আহম্মেদ, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্নয়কারী মোঃ জহির উদ্দিন, কচুয়া উপজেলা সমন্নয়কারী মঞ্জুয়ারা, গ্রাম আদালত সহকারী সালমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, নামমাত্র খরচে গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ ছোটখাট বিষয়ের সমাধান করতে পারবে। এতে তাদের ভোগান্তি দুর হবে। তারা গ্রাম আদালতের বিভিন্ন সুফল তুলে ধরে আলোচনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ