উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের ঝিকিড়া তালুকদার পাড়া মহল্লায় সুষ্ঠ পানি নিস্কাসনের জন্য বুধবার ড্রেন নির্মানের উদ্বোধন করা হয়। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম প্রধান অতিথি হয়ে এ ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন। প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ঝিকিড়া তালুকদারপাড়া বটগাছ হতে নদী পর্যন্ত এ ড্রেন নির্মান করা হবে বলে অফিস সূত্রে জানা যায়। এ সময় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবু, শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী সাফিউল কবীর, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।