সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে অবস্থিত আদর্শ বিদ্যানিকেতনটি।
২০০৮ সাল থেকে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। জন্মলগ্ন থেকেই বেশ সুনামের সাথেই মাথা উচু করে দারিয়ে আছে বিদ্যালয়টি। যার কারন বিগত বছর গুলোর প্রাথমিক সমাপনি পরিক্ষার ফলাফল। প্রতি বছরের মতো এবারও সমাপনি পরিক্ষায় ৪০ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করবে উক্ত বিদ্যালয়টি থেকে। সে জন্যই প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় উপলক্ষে বিদায়ী প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরন বিতরন করা হয়।
বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম লতা তালুকদার, পেশ ইমাম আয়ুব আলী আনসারি, বিদ্যালয়ের শিক্ষিকা সাথী আক্তার, বিদায়ী শিক্ষার্থী ফাহিম, সাথী প্রমুখ।