• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

নোয়াখালীর বেগমগঞ্জে ৪ নম্বর কূপে গ্যাসের সন্ধান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন স্থানে কূপ খননের মাধ্যমে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ-৪ (পশ্চিম) কূপে পরীক্ষার ফলাফলে গ্যাসক্ষেত্রের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো: শোয়েব বলেন, ‘আমরা আশা করছি, প্রাথমিকভাবে এটি প্রতিদিন ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন করবে।’

তিনি জানান, খনন চলাকালে কূপের তিনটি পৃথক স্তরে নতুন স্থানে তিন হাজার ১১৩ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। নতুন অবস্থানের দূরত্ব বিদ্যমান কূপ থেকে প্রায় আড়াই কিলোমিটার, যা ৮ থেকে ১০ মিলিয়ন ঘটফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন করছে।

তিনি উল্লেখ করেন, ‘তিন হাজার ৮১ মিটার, দুই হাজার ৫০০ মিটার ও এক হাজার ৯০০ মিটারে গ্যাসের স্তর চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখন আমরা তিনি হাজার ৮১ থেকে তিন হাজার ৫৫ মিটারের লেয়ার থেকে গ্যাস উৎপাদন করছি।’

তবে নতুন পাইপলাইন নির্মাণের প্রয়োজন হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস নিতে তিন থেকে চার মাস সময় লাগবে বলে জানান তিনি।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের কাছে কূপ খনন ও গ্যাস উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক।
সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ