• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিচার ও শহীদদের তালিকার দাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার এবং এ আন্দোলনে শহীদদের তালিকা করার দাবি করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজ থেকে মিছিল নিয়ে নগরীর টাউন হল মাঠে সমবেত হয় শিক্ষার্থীরা। অল্প সময়ের মধ্যে লোকারণ্য হয়ে পড়ে টাউন হল মাঠ। এ সময় নানা স্লোগান ও ফেস্টুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচারের দাবি তোলা হয়। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রনেতারা।

সমাবেশে বক্তব্য দেন ঢাকা থেকে আসা ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মাসউদুর রহমান, আবিদ হাসান রাফি, এ বি যুবাইর।

কুমিল্লা থেকে সমন্বয়কদের মধ্যে ছিলেন আবু রায়হান, সাকিব হোসাইন, এম এস আবির, রাশেদুল হাসান, রুবেল হোসাইন প্রমুখ।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তাঁর বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার দায়ে বিচার এবং আওয়ামী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সাকিব হোসাইন বলেন, যারা প্রতিবিপ্লব করতে চায় তাদের কঠোরহস্তে দমন করতে হবে।

রাশেদুল হাসান বলেন, এই আন্দোলনে শিশুসহ অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। তাদের সবার নাম এখনও তালিকাভুক্ত হয়নি। সবার নামের তালিকা করা এখন সময়ের দাবি।

সমাবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, আলিয়া মাদ্রাসা, জিলা স্কুল, মডার্ন স্কুলসহ বিভিন্ন স্কুল-কলজ-বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। এরপর আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ