• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের গুম-খুনের প্রতিবাদে আগামীকাল বুধবার একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে যুবদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন -জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা ‘খুনি হাসিনা’ ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে যুবদল সব জেলা, মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ