• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

স্বপ্ন প্রকল্পের নারী কর্মী বাছাইয়ে দুর্নীতি অভিযোগ

আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

রংপুর অফিস॥
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়  ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) স্বপ্ন প্রকল্পের আওতায় মহিলা উপকার ভোগী যাচাই-বাছাইয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার ইউপি সদস্য ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের স্বপ্ন প্রকল্পের আওতায় দারিদ্র্যের হার হ্রাস করার জন্য প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে রাস্তায় মাটি কাটার জন্য স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্ত ও বিধবা মহিলাদের বিভিন্ন শর্তাবালী দিয়ে লটারীর মাধ্যমে ওয়ার্ড প্রতি ৪জন করে মহিলা উপকারভোগী  নির্বাচন করা হয়। উপজেলার বড়ভিটা ইউনিয়নে মহিলা উপকার ভোগীদের টাকার বিনিময়ে ও  প্রকল্পের শর্ত না মেনে মহিলা নির্বাচন করায় ইউপি সদস্যসহ  সাধারণ জনগনের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে,বড়ভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রশিদা বেগম বলেন  আমার নাম প্রথম দিনে লটারীতে ওঠার পর আমার ছবি তোলা হয়। উজির মেম্বার মোর নাম টেকার জন্য ১০ হাজার টাকা দাবী করে, পরে ধার দেনা করিয়া মুই  টাকা ও ভোটার আইডি কার্ড উজির মেম্বারের কাছে জমা দেছোও । কিন্তু আমার  বাদ  দিয়ে ১৫ হাজার টাকার বিনিময়ে নুরুর স্ত্রী সামিনা বেগমেকে নিবার্চন করা হয়। এছাড়াও ওই ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড গুলোতে ৪ জন করে মহিলা উপকার ভোগী বাছাইয়ের শর্ত না মেনে যাদের স্বামী আছে মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকেই নির্বাচন করা হয়েছে । এদিকে ফুলবাড়ী উপজেলার অন্য ইউনিয়নগুলোতেও টাকার বিনিময়ে উপকারভোগী নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে। নওদাবশ ৯ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান দুলু বলেন, আমাদেরকে, প্রকল্পের সভাপতিকে  না জানিয়ে চুড়ান্ত লটারী করে প্রতি ওয়ার্ডে ৪ জন করে উপকার মহিলা উপকারভোগী বাছাই করা হয়েছে। এ ঘটনান সাথে জড়িত বড়ভিটা ইউনিয়নের মাঠকর্মী গোপেশ চন্দ্র । এবং  গত বছরেও এমন ভাবে  ব্যাপক দুর্নীতি করেছে ফিল্ড ফেসিলেটেটর ।
বড়ভিটা ইউনিয়নের ফিল্ড ফেসিলেটেটর গোপেশ জনান, আমরা অফিসের শর্ত মেনে নাম নির্বাচন করেছি। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য উজির ব্যাপারী জানান, আমি তার কাছে কোন টাকা পয়সা নেইনি।
এ ব্যাপারে বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, সকলের উপস্থিতিতে লটারীর মাধ্যমে উপকারভোগী করা হয়েছে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আমি কিছুই জানি না। স্বপ্ন প্রকল্পের উপজেলা প্রজেক্ট অফিসার তোফাজ্জল হোসেন জানান,অনিয়মের বিষয়ে আমি কিছু জানিনা। যদি কোন প্রকার অনিয়ম, দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ