• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

চমেক হাসপাতালে আহতদের দেখতে জামায়াতের আমির

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২১ আগস্ট) সকালে চমেক হাসপাতালে যান ডা. শফিকুর রহমান।

এদিন সকাল পৌনে ৯টার দিকে চমেক হাসপাতালে পৌঁছান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

চিকিৎসকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা সংগত কারণে সবার কাছে যেতে পারিনি। যাদের দেখেছি, তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখেছি। তারা বলেছেন, এখানকার (চমেক) চিকিৎসা নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট। তাদের সন্তুষ্টি আল্লাহ তায়ালা কবুল করুন।’

তিনি বলেন, ‘এই রোগীগুলোকে ওনাদের কাছে (চিকিৎসক) আমানত হিসেবে রেখে যাচ্ছি। এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন, আল্লাহ তাদের হাইয়াতে তাইয়্যাবা দান করুন। তাদের যোগ্যতা বাড়িয়ে দিন। তারা যেন দেশের জন্য আরও বেশি করতে পারেন, সেই তৌফিক দিন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ৫ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এ পরিবর্তন খুব সহজে আসেনি। অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে। যারা চলে গেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আহত হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা ফেরত পেয়েছি, তা যেন আর কখনো ভূলুণ্ঠিত না হয়।’

পরে হাসপাতাল থেকে বের হয়ে জামায়াত আমির আন্দোলনে নিহত শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ