• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে সহযোগিতা করতে হবে

আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া নারী ও শিশুদের ওপর সব ধরনের নির্যাতন ও শোষন প্রতিরোধে সরকারের সঙ্গে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে সামাজিক গবেষক, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনের আইপিডি কনফারেন্স কক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস ও কন্যাশিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
ডেপুটি স্পিকার বলেন, শিশু ও নারী নির্যতন, যৌন নীপিড়ন ও যৌন হয়রানি শুধু আইন করে প্রতিরোধ করা সম্ভব নয়।
এজন্য সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজের সকল স্তরে মানুষের মধ্যে শিশু ও নারী নির্যাতন আইনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
নারী ও শিশুদের কল্যাণে গৃহীত সরকারের নানমুখী পদক্ষেপের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আইন করে শুধু সরকারের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। ‘নারী ও শিশু নির্যাতন আইন’ সম্পর্কে নারী পুরুষ উভয়কেই সচেতন হতে হবে।
ফজলে রাব্বী মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলই নারীদের জন্য সুবর্ণ সময়। এ সময়ে নারীদের সুরক্ষা দিতে না পারলে তাদের সুরক্ষা দেয়া আর কখনো সম্ভব হবে না।
শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, শামসুল আলম দুদু, ইয়াসিন আলী, মুহাম্মদ গোলাম মোস্তফা, মো. মাহবুব আলী, কাজী রোজী, নুরজাহান বেগম, উম্মে রাজিয়া কাজল, লুৎফা তাহের, দ্য হাঙ্গার প্রেজেক্ট’র কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্যব্রত গুহ ও বিভিন্ন দেশি বিদেশি এনজিও প্রতিনিধি। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ