• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুর সীমান্ত থেকে ৪ কেজি হোরোইন উদ্ধার

আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর সীমান্ত এলাকা থেকে ৪কেজি ১শত গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি ডিবি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) ইদ্রিশ আলী সোমবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার হাকিমপুরে পদ্মা নদীর পশ্চিম পাড়ে এক যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদে প্রাপ্ত তথ্যে সেখানে অবস্থান করে দেখা যায় দুইজন চোরাকারবারি ভারত থেকে নৌকাযোগে হাকিমপুরে পদ্মা নদীর পশ্চিম পাড়ে এসে নৌকা থেকে নামে। কিন্তু পরক্ষণেই তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ধাওয়াই পালাতে গিয়ে তাদের সাথে বহণকৃত একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কোটি ১০লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ