• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হলেন দারউইন নুনেস

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়ানো উরুগুয়ের ফুটবলারদের শাস্তি পাওয়া একরকম অনুমিতই ছিল। এসে গেল সেই ঘোষণাও। পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হলেন লিভারপুল ফরোয়ার্ড দারউইন নুনেস। এছাড়া রদ্রিগো বেন্তানকুরকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও এছাড়া রোনাল্দ আরাউহো, হোসে মারিয়া হিমেনেস ও মাথিয়াস অলিভেরাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তদন্ত শেষে বুধবার (২৮ আগস্ট) উরুগুয়ের ফুটবলারদের শাস্তির বিষয়টি জানায় দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্তা সংস্থা কনমেবল গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ঘটে এই কাণ্ড। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর হুট করে গ্যালারির দিকে তেড়ে যান উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলার। ডাগআউটের পাশের সিঁড়ি বেয়ে গ্যালারিতে উঠে প্রতিপক্ষের দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান তারা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকটাই স্পষ্ট দেখা যায়, দর্শকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের প্রায় সব ফুটবলারের অংশগ্রহণ ছিল। পরে ব্রডকাস্টার চ্যানেলে দলের অধিনায়ক হিমেনেস বলেছিলেন, মূলত পরিবারের সদস্যদের রক্ষা করতেই গ্যালারিতে তেড়ে গিয়েছিলেন তারা।

ওই ঘটনায় খেলোয়াড়দের শুধু নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়নি কনমেবল। নুনেসকে ২০ হাজার ডলার, বেন্তানকুরকে ১৬ হাজার ডলার এবং আরাউহো, অলিভেরা ও হিমেনেসকে ১২ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। উরুগুয়ে ফুটবল অ্যাসসিয়েশনকেও ২০ হাজার ডলার জরিমানা করেছে কনমেবল। মারামারিতে জড়ানোয় শাস্তি পেয়েছেন মোট ১১ জন ফুটবলার।

আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের কয়েকটি ম্যাচ আছে উরুগুয়ের। এসব ম্যাচে নুনেস, হিমেনেসদের পাবেন না কোচ মার্সেলো বিয়েলসা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে চারটি জিতে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ