• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে কেজি ক্রিস্টাল মেথ জব্দ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল বুধবার রাতে দেবহাটা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, আট পিস ভারতীয় থ্রি পিস, ছয় পিস ভারতীয় শাড়ি, ১৩ জোড়া ভারতীয় শাখা, ১২ পিস ভারতীয় সিঁদুর এবং ১শ পিস ইমিটেশনের চেইন আটক করতে সক্ষম হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা।

তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ