• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

রংপুর চেম্বার প্রতিনিধি দলের তুরস্ক গমন

আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

রংপুর প্রতিনিধি॥
আগামী ২৩-২৫ নভেম্বর তুরস্কের ইস্তাাম্বুলে ৫ম হালাল এক্সপো ও ওয়ার্ল্ড হালাল সামিট-২০১৭-এ যোগদানের জন্য বুধবার এফবিসিসিআই এর ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপনের নেতৃত্বে ৩ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল তুরস্কে যাত্রা করেছেন। প্রতিনিধি দলের অন্যরা হলেন, রংপুর চেম্বারের পরিচালক মোতাহার হোসেন মন্ডল মওলা ও সাবেক পরিচালক ও আকবর আলী। তুরস্ক সফরের প্রাক্কালে  রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন বাংলাদেশে হালাল পণ্যের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তুরস্কের ব্যবসায়ীদের বাংলাদেশে বিশেষ করে রংপুর অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানাবেন। কেননা রংপুর অঞ্চল কৃষিতে সমৃদ্ধ। এখানে রয়েছে কাঁচামাল ও শ্রমিকের সহজলভ্যতা তাই রংপুর অঞ্চলে কৃষিপ্রক্রিয়াজাতকরণ বিভিন্ন হালাল পণ্যের শিল্প-কলকারখানা গড়ে তোলা সম্ভব। এছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে বাংলাদেশে হালাল খাদ্য ও পর্যটন শিল্প বিকাশের রয়েছে যথেষ্ট সম্ভাবনা। উল্লেখ্য, হালাল এক্সপো এবং ওয়ার্ল্ড হালাল সামিট-২০১৭-তে ৫৭টি ওআইসিভূক্ত মুসলিম দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের স্ব স্ব দেশের  হালাল খাদ্য, ইসলামিক ফিন্যান্স, হালাল পর্যটন, ইসলামিক কাপড়, হালাল ঔষধ, হালাল কেমিস্ট্রি, হালাল কসমেটিকস, হালাল প্যাকেজিং, হালাল লজিস্টিক বিষয়ের ওপর ২০০টি স্টলে বিভিন্ন পণ্য ও দ্রব্য সামগ্রী প্রদর্শন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ